মেহেরপুর ও গাংনীতে জাতীয় নাগরিক পার্টির পথসভা অনুষ্ঠিত, বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোন নির্বাচন নয়, বৈষম্যহীন বাংলাদেশের আকাক্সক্ষা বাস্তবায়ন করবে এনসিপি: নাহিদ ইসলাম, বাংলাদেশকে অযোগ্য নেতা ও গম চোরদের হাতে তুলে দিয়েন না: হাসনাত আব্দুল্লাহ

মেহেরপুর অফিস

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বাহাত্তরের সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাংক্ষাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। ৫৪ বছরেও স্বাধীনতার আকাংক্ষা পূরণ হয়নি। ২৪ এর গণ অভ্যূত্থানের মাধ্যম আমরা সেই সুযোগ পেয়েছি এবং নতুন বাংলাদেশ গড়ার কাজ চলছে। এই মেহেরপুরের মুজিবনগর থেকেই স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল। জন আকাংক্ষা পূরণে আমরাও গণ অভ্যূত্থানের ঘোষণাপত্র প্রকাশ করব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর কলেজ মোড়ে এনসিপির জুলাই পদযাত্রা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এর আগে বিকেলে গাংনী বাস স্ট্যান্ডে পথসভা করেন এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেহেরপুর জেলায় অবস্থান করছেন।

জাতীয় নাগরিক পার্টির ঢাকা দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনার বিচার এবং সংস্কার ছাড়া এদেশে কোন নির্বাচন নয়। কিছু রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না তারা বিচারও চায় না। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও বিচার শেষ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন- হাইব্রিড নেতারা অন্যের ছেলের ভবিষ্যত নষ্ট করে তার ছেলের ভবিষ্যৎ বিদেশে হেফাজতে রেখে অন্যের ছেলেকে চামচা বানাই আর তার নিজের ছেলেকে নেতা বানায়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে জন্ম নেওয়া নতুন নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। তবে এনসিপি কখনো বাংলাদেশের বিপক্ষে গেলে এনসিপিকে ধাক্কা দিতে দু’বার ভাববেন না। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে ঐতিহাসিক জুলাই পদযাত্রা কর্মসুচীতে যোগ দিয়ে মেহেরপুরের গাংনীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কোন মার্কা ও ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন বন্ধক না থাকে। যারা বাংলাদেশকে ধারণ করে এবং জনপ্রিয় তাদেরকেই নেতা নির্বাচিত করবো। নির্বাচনের সময় আমাদের দেশে এক শ্রেণীর নেতা উৎপাদন হয় ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে প্রবেশ করে। নির্বাচনের আগের রাতে ওসি এসপি ও পোলিং এজেন্টদের কিনে নেয়। নেতা নির্বাচনের আগের রাতে টাকা নিয়ে আসবে একদিন টাকা দেবে আর পাঁচ বছর গোলামী করাবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ভোটের আগের রাতে যখন আপনাদেরকে টাকা দিতে পারবে তখন আছে সেবক থাকবে না হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন তার দাস। বাংলাদেশকে অযোগ্য নেতা আর গম চোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে তারা হজ্জ করতে চায় তাদেরকে তুলে দিয়েন না।

জনগণ পাশে থাকতে তাহলে দিল্লি পালাতে হয় না। লন্ডন থাকতে হয় না। জনগণ সাথে থাকলে এই বাংলাদেশেই থাকতে হয়। কোন পিন্ডি দিল্লি ও লন্ডন আমেরিকার উপর নির্ভর করতে চাই না। আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে বর্গা দিইনি। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করে জনগণের জন্য রাজনীতি করব।

                এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, যুগ্ম মূখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠন মুজাহিদুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির একঝাঁক উদ্যমী তরুণ নেতৃত্ব। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাত করে দেওয়া হয়েছিলো। তিনি বলেন, আমরা ৭১ সালে এই মেহেরপুর থেকে স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করেছিলাম। স্বাধীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ হয়নি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আমরা গড়ে তুলতে পারিনি। মুজিববাদী সংবিধানের মাধ্যমে মুক্তিযুদ্ধের আকাঙ্খাকে নস্যাত করা হয়েছিলো। এবং বাংলাদেশের ৫৪ বছরেও আমরা সেই সমস্যা দূর করতে পারিনি। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনা এবং একটি নতুন শাসন পেয়েছি বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার। মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুরে এনসিপির জুলাই পদযাত্রা শেষে শহরের কলেজ মোড়ে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম এ কথা  বলেন।  এর আগে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টার থেকে এনপিপির আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির  মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম,  যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা, যুগ্ম মূখ্য সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য সেহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *