চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ ১৫ সদস্যসের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহন করেছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহন ও হস্তান্তর করা হয়। বিদায়ী কমিটির সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খাঁন ও সাধারন সম্পাদক এ্যাড. মো: মইনুদ্দীন মইনুল নবনির্বচিত  কমিটির সভাপতি এ্যাড. সৈয়দ হেদায়ত হোসেন আসলাম ও সাধারন সম্পাদক আয়কর আইনজীবী মোঃ ওয়ালিউল আকরাম সুজনের হাতে দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. আসম আঃ রউফ, অ্যাড. সাইদ মাহমুদ শামীম রেজা (ডালিম) অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. আবদুল্লাহ আল মামুন এরশাদ, এ্যাড. বদিউজ্জামান, অ্যাড. একলাসুর রহমান কাজল, অ্যাড. আফজালুল হক প্রমুখ। দায়িত্বভার গ্রহন করে সমিতির নবনির্বচিত  কমিটির সভাপতি অ্যাড. সৈয়দ হেদায়ত হোসেন  আসলাম ও সাধারন সম্পাদক মোঃ ওয়ালি উল আকরাম সুজন বলেন সকলের সহযোগিতা পেলে আগামী ১ বছর আয়কর আইনজীবী সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করা হবে। তাতে সেবা প্রার্থীরা এ অফিস থেকে ভালো সেবা পাবেন।

প্রসংগত গত ২৮ জুন চুয়াডাঙ্গা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৫ সদস্যসের কার্যকরী কমিটি বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, সাধারণ সম্পাদক ওয়ালিউল আকরাম সুজন, সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মইনুল, সহ-সভাপতি মুন্সী মো. শাহজাহান মুকুল,  যুগ্ম-সম্পাদক ইমরানুল আহম্মদ ইমন,  যুগ্ম-সম্পাদক একলাছুর রহমান কাজল। এছাড়াও  ৯ জন কার্যনির্বাহী সদস্যরা হলেন আহম্মদ আলী,  আব্দুল বারী, জুলফিকার আলী মুকুল,  রফিকুল ইসলাম, আ.স.ম. আব্দুর রউফ, ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল্লাহ আল মামুন এরশাদ, আফজালুল হক ও কাজী শামসুল জুয়েল। এ কমিটি আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *