পদ্মবিলা প্রতিনিধি
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ডিঙ্গেদহ শাখা সংসদের সভাপতি ইসমাইল হোসেন ইন্তেকাল করেছেন। তিনি গত সোমবার রাত ৩টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর, তাঁর অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা সংসদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং শোক জানিয়েছে তার পরিবারকে।
ইসমাইল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের বাসিন্দা ছিলেন। গতকাল মঙ্গলবার সকাল ১০টার সময় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে দাফন কার্য সম্পন্ন করা হয়।
ইসমাইল হোসেন একজন গুণী মানুষ ছিলেন। তিনি অসংখ্য দেশাত্মবোধক, আধুনিক ও গণসঙ্গীত রচনা ও সুর করেছেন। ‘মানুষ এখন ভাবছে কেমন দ্যাখ, নিজে খাবো নিজে বাচবো অন্যজনা চুলো যাক’ ‘খুলে দেখ না জ্ঞানের চোখ, তোদের ভাগ্য গোলায় দিচ্ছে আগুন গোটা কয়েক লোক’ ইত্যাদি তাঁর অমর সৃষ্টি।