মেহেরপুর অফিস
মেহেরপুরে আমাদের মাতৃভূমি নামের একটি পত্রিকার কথিত সাংবাদিক এস এম ফয়েজের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ জুন মেহেরপুর আদালতে মামলাটি দায়ের করেন ভূক্তভোগী শফিকুল ইসলাম। যার মামলা নং- সি. আর ৪৫৪/২০২৫। একই ব্যক্তির বিরুদ্ধে আঃ সালাম নামের অরেক ব্যক্তি মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পে ৫০ হাজার টাকা চাঁদা দাবির পৃথক একটি অভিযোগ দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ফয়েজ নিজেকে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দেন। সে একজন হলুদ সাংবাদিক ও সাংবাদিকতার আড়ালে অর্থ আত্মসাৎ করা তার পেশা। ভূক্তভোগী শফিকুল ইসলাম চিৎলা ফার্মে লেবার হিসেবে মাষ্টাররোলে চাকরি করে। শফিকুল ভালো রান্না করতে পারে যে কারণে সে অফিস প্রধানের রান্নার কাজ করে এবং গেস্ট হাউজ দেখাশোনার কাজ করে। বিষয়টি ভিন্নভাবে প্রবাহিত করার জন্য ফয়েজ রান্নার কাজের ছবি ও মাঠে কাজ না করার প্রতিবেদন করে শফিকুলকে চাকুরীচ্যুত করার ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। চাকরি হারানোর ভয়ে শফিকুল কিছু টাকা তার মেয়ে জামাই সোহাগ হোসেনের মধ্যস্থতায় প্রদান করে। ফয়েজের দাবিকৃত টাকার কম হওয়া এবং বাকি টাকা না দিলে আবারও সংবাদ প্রকাশের হুমকি দিতে থাকে। পরে সে একটি বানোয়াট সংবাদও প্রকাশ করে।
অপরদিকে আঃ সালাম নামের এক ব্যক্তির কাছেও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ফয়েজ। এঘটনায় প্রতিকার পেতে ভূক্তভোগী সালাম মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্প ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য: সাংবাদিক পরিচয়ে মেহেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার ভয় দেখিয়ে সমঝোতার নামে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে স্থানীয় অনলাইন পোর্টালে সচিত্র প্রতিবেদন ও সংবাদ প্রকাশ হয় কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে। সে আমাদের মাতৃভূমি নামের একটি পত্রিকার পরিচয় ব্যবহার করে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ব্যবসায়ী, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করেন। চাকরির প্রলোভন দিয়েও মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার