দর্শনা অফিস
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের (রাজশাহী) মহা-ব্যাবস্থাপক মো: ফরিদ আহম্মেদ চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের অবকাঠামো উন্নয়নের জন্য পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ১১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে আসেন।
দর্শনা রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুল ইসলাম জানান, রেলওয়ের রাজশাহী বিভাগীয় জেনারেল ম্যানেজার দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের জন্য সীমান্তের জিরো পয়েন্ট থেকে রেলবন্দরের শেষ সীমানা পর্যন্ত পরিদর্শন করেন। পরে দর্শনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সাথে দীর্ঘ আলোচনা করেন। নেতৃবৃন্দরা দর্শনাবাসীর দাবির পক্ষে চিত্রা ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দর্শনা হল্ট স্টেশনে স্টপেজের বিষয়ে কথা বলেন।
এসময়ে রেলওয়ের রাজশাহী বিভাগীয় জি এম ফরিদ আহম্মেদ বলেন, দর্শনা থেকে ঢাকাগামী নতুন নামে একটি ট্রেনচালু করা হবে। সেই কারনে আমাদের এ পরিদর্শন। ট্রেনটি চালু হলে এ আঞ্চলের মানুষের যাতায়াতের অনেক সু্বধিা হবে বলে মনে করছি। তিনি আরো বলেন, দর্শনাবাসীর দাবি দাওয়ার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি সমাধান করার চেষ্টা করব। এ সময় রেলওয়ের পশ্চিম জোনের চীপ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: তানভির অনিক, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাক্ষ জনাব আজিজুর রহমানসহ রাজনৈতিক দলের নেতা কর্মি, বাজার কমিটির প্রতিনিধি ও রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।