চুয়াডাঙ্গায় এবি পার্টির উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও গণহত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় থেকে সাড়ে ৬টায় শহরের কেন্দ্রস্থল শহীদ হাসান চত্বরে এই কর্মসূচি পালিত হয়। পরে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন এবি পার্টি, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী রুসদী, যুগ্ম আহবায়ক মো: রফিউল কাদির রোকন, যুগ্ম সদস্য সচিব মো: শাহজাহান আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার, জেলা সদস্য সোহেল মিয়া, পৌর ৬ ওয়ার্ড সভাপতি মো: ইনসান মন্ডল, ০৯ ওয়ার্ড সভাপতি মহা: আলী ক্লে, দামুড়হুদা উপজেলার  সদস্য সচিব মো: আরশেদ আলী প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন রাষ্ট্র সংস্কারের পথে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে গণহত্যার নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *