দর্শনায় বিএনপির লিফলেট বিতরণ

দর্শনা অফিস

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে দর্শনা পুরাতন বাজার থেকে পৌর বিএনপি ও তার অংগ সংগঠন সতস্ফুর্তভাবে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে বলে জানান। দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির সিনিয়র নেতা মহিদুল ইসলামের সভাপতিত্বে দর্শনা সি এ্যান্ড এফ এসোসিয়েশনের সভাপতি ও পৌর বিএনপির সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলি বলেন আমাদের দলের বেশ কয়েকবারের সাবেক প্রধান মন্ত্রি বেগম খালেদা জিয়ার সন্তান মারা গেছে, বড় ছেলেকে নির্বাসনে পাঠিয়েছে এবং ম্যাডামকেও দেশের বাইরে পাঠানোর চেস্টা করা হয়েছে, তবুও তিনি দেশের মানুষের ভালবাসা পাওয়ার জন্য দেশ ত্যাগ করেনি। এরই বলা হয় দেশ প্রেমিক।

মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি পৌর বি এন পির সমন্বয়ক আলহাজ্জ মশিউর রহমান বলেন, আমরা সবাই আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাইবো। সাথে সাথে আজকে সোমবারের প্রগ্রাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের যে ৩১  দফা রাষ্ট্র কাঠামো মেরামত বিষয়ে প্রচারপত্র বিলি করা হচ্ছে তা সুন্দর ভাবে সফল করতে হবে।

এ সময় বিএনপির সাবেক সভাপতি মাহববুল আলম খোকন, বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন দর্শনা পৌর বি এন পির সাবেক সেক্রেটারি মহিদুল ইসলাম, নাসির উদ্দিন খেদু, রেজাউল ইসলাম, যুবদল নেতা মো: জালাল উদ্দিন, জাহান আলি, জাহাঙ্গীর আলম চঞ্চল, মুন্না, আকাশ খানসহ যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ অংগ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মি সমর্থকগন উপস্থিত থেকে প্রচারপত্র কর্মসুচি সর্বাত্মক সফল করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *