চুয়াডাঙ্গা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ দিনের কর্মশালার সমাপ্তি

স্টাফ রিপোর্টার চুয়াডাঙ্গা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত সকল কর্মচারীর কর্মদক্ষতা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে ২ দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। গত ২৪ ও ২৫ জুন প্রতিদিন বিকাল ৪ টায়  জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। পরিস্কার পরিছন্নতা, আদালতের নিরাপত্তা, কর্মচারীর দায়িত্ব ও কর্তব্য, সরকারী গাড়ী রক্ষণাবেক্ষণ ও জ্বালানী ব্যবহার, পরোয়ানা জারী,  ডায়েরি ও কজলিস্ট, নথির শ্রেণী বিন্যাস ও ব্যবস্থাপনা এবং তথ্য ও নকল সরবরাহসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা কামাল। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষানার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *