জীবননগর অফিস
জীবননগরে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প” এর আওতায় পাট চাষীদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। প্রশিক্ষণ আয়োজন ও বাস্তবায়নে সহায়তা করে উপজেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর। প্রশিক্ষণে ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করে। উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও বীজ উৎপাদন, পরিচর্যা, সংগ্রহ এবং পাটচাষে লাভবান হওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.কা.ম হারুন অর রশিদ, জীবননগর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আলিম, জীবননগর উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম, রুমন অসী, প্রধান অতিথি বলেন, উন্নত প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে পাট উৎপাদনে কৃষকদের আয় বাড়ানো সম্ভব। তারা এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।