দামুড়হুদায় চাঁদাবাজি মামলায় মোংলা আটক

দামুড়হুদা অফিস

দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে চাঁদাবাজি  অভিযোগে  সমুয়েল মন্ডল মোংলা নামের একজনকে ধরে পুলিশের নিকট সৌর্পদ্য করেছে স্থানীয় জনগণ। সমুয়েল মন্ডল মোংলা(৫০) কার্পাসডাঙ্গা মিশন পাড়ার মৃত-শান্তনা মন্ডলের ছেলে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে অভিযোগ তুলে তাকে দামুড়হুদা মডেল থানার দিয়েছে স্থানীয়রা।

অভিযোগ সূত্র থেকে জানা যায়, গত ০৫/০১/২০২৪ ইং তারিখে দামুড়হুদার কার্পাসডাঙ্গা মিশন পাড়ার মৃত-শান্তনা মন্ডলের ছেলে সমুয়েল মন্ডল মোংলাসহ আরো অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে বাঘাডাঙ্গা মিশন পাড়ার অনন্ত মন্ডলের ছেলে স্বপন মন্ডলকে কার্পাসডাঙ্গা হাইস্কুলের পিছনে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এক পর্যায়ে তার বাড়ির লোকজন আসিয়া তাদেরকে ১ লক্ষ টাকা দিয়ে সে মুক্ত হয়।

পরবর্তীতে গতকাল সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে বাঘাডাঙ্গা গ্রামে স্বপন মন্ডল বসত বাড়িতে অবস্থান করাকালীন সময়ে কার্পাসডাঙ্গা মিশন পাড়ার সমুয়েল মন্ডল মোংলা এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ও তার এনআইডি কার্ড দিতে বলে। সে টাকা দিতে অসম্মতি প্রকাশ করিলে অকথ্য ভাষায় গালি গালাজসহ মারমুখী আচরন করিয়া সজোরে তার মুখে থাপ্পড় দিয়ে আহত করে। ঐ সময় সে উচ্চস্বরে বলিতে থাকে টাকা না দিলে তোকে এখানেই খুন করিয়া ফেলিবো। এই বলিয়া আরো মারধর করিবার উদ্দেশে পায়তারা করিতে থাকে। পরের স্থানীয়রা এসে তাকে আটক করে পুলিশের নিকট তুলে দেয়।

এই মর্মের স্বপন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন  বলেন, চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *