দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিমন বহিষ্কার, পুলিশ পাহারায় সদর হাসপাতালে চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় অভিযোগে চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মিলন আলী লিমনকে(৪০) প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উজ জামান সিজার। তিনি জানান, কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিলন আলী লিমনের বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

               সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিলন আলী লিমনের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে কার্যকর করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়।

               উল্লেখ্য, শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে লিমন আলীর এতিমখানা রোডের বাড়িতে সেনা-পুলিশ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১টি বিদেশি ৯ এমএম পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ও ৪টি বাটন মোবাইল ফোন সেট, ধারালো ৪টি দেশীয় চাপাতি, ১টি চাইনিজ ছুরি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।                এদিকে, গতকাল সোমবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা জেলা কারাগারে শারীরিক নানা সমস্যায় মিলন আলী লিমন অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত জেলার ফকর উদ্দিন জানান, তাকে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *