বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদার লোকনাথপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ

দামুড়হুদা অফিস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত পরিবেশ দিবস উপলক্ষে ১৫ দিনব্যপি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদার লোকনাথপুরে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল ৫টার সময় উপজেলার হাউলী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে লোকনাথপুর স্কুল মাঠে এই বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাট ও মাঠের পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন
বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, দেশের পরিবেশ আজ চরম হুমকির মুখে। গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি একটি দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডও। তাঁরা আরও বলেন, বিএনপি সব সময় মানুষের জীবনের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন এবং এই কর্মসূচি তারই অংশ। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে আমরা একটি সবুজ ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। নেতৃবৃন্দ আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃক্ষ রোপন কর্মসূচিতে হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক আফজালুল রহমান সবুজ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ডি কে সুলতান। এসময় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: তানজিম হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মল্লিক, সহসাংগঠনিক সম্পাদক মো: রকিবুল হাসান রকি, এছাড়াও উপস্থিত ছিল ছাত্রদলের সদস্য তানভীর রহমান অপু, সজীব রানা, স্বপন, লিটন, বরকত, রাজু, জামিরুল, নয়ন, কুরবান, লিটন, শিহাব, হৃদয়, শরিফুল, রাব্বি, ওমর প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *