চুয়াডাঙ্গায় জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করলেন তিন আইন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জজ কোর্টে সদ্য নিয়োগকৃত তিন আইন কর্মকর্তা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করে যোগদানপত্র জমা দেন তাঁরা।
সদ্য নিয়োগকৃত আইন কর্মকর্তারা হলেন, চুয়াডাঙ্গা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাড. আ.স.ম আব্দুর রউফ, সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. আব্দুস সালাম মুক্তা ও সহকারী সরকারি কৌশুলী (এজিপি) সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ। এসময় চুয়াডাঙ্গা জজ কোর্টের সরকারি কৌশুলী (জিপি) অ্যাড. আব্দুল খালেক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সারোয়ার বাবু উপস্থিত ছিলেন। গত ১৬ জুন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন চুয়াডাঙ্গা জজ কোর্টের তিন আইনজীবীকে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *