মোবারকগঞ্জ চিনিকলের এমডির আকন্দবাড়িয়া জৈব সার কারখানা পরিদর্শন কেরুর জৈব সারের চাহিদা বাড়ছে সারাদেশে

দর্শনা অফিস
কেরু এ্যান্ড কোম্পানীর অন্যতম লাভ জনক অংগ ও সহযোগী প্রতিষ্ঠান দর্শনা আকন্দবাড়িয়া জৈবসার কারখানা। যার সুনাম শুধু এলাকায় নাই, সারা দেশে ছড়িয়ে পড়েছে। কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। বর্তমানে কতৃপক্ষ যার নাম দিয়েছেন কেরুজ সোনাদানা জৈবসার।
জানা যায়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সব থেকে ভারি ও স্বনামধন্য প্রতিষ্ঠান দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী (বাংলাদেশ) লিমিটেড। দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী বেশ কয়েকটি ইউনিট নিয়ে কেরু এ্যান্ড কোম্পানীর কমপ্লেক্স ইউনিট। তার মধ্যে একটি অন্যতম লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হয়েছে কেরুর আকন্দবাড়িয়া জৈবসার উৎপাদন খামার। প্রথম থেকেই যার সুনাম ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে গতকাল বুধবার ১৮ জুন দুপুরে মোবারকগঞ্জ চিনিকলের এম ডি সাইফুল ইসলাম সরেজমিন পরিদর্শনে আসেন কেরুর আকন্দবাড়িয়া জৈব সার কারখানায়। তিনি পুরো কারখানা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি আগামী ১ সেপ্টেম্বরে সারা দেশের মত মোবারকগঞ্জ চিনিকলের জমিতে আখ রোপন দিবসে কেরুর উৎপাদিত জৈবসার দিয়ে আখ রোপনের সিদ্ধান্ত জানান। সেই সাথে আগে ভাগেই কেরুর জৈবসার নেয়ার বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত করেন। এ সময় কেরুর জি এম (কৃষি) মোঃ আশরাফুল আলম ভুঁইয়া, কেরুর জৈবসার বা সোনাদানা সার ব্যাবহারে কি সু্বধিা বা উপকার পাবেন তা নিয়ে ব্যাপক আলোচনা করেন। এছাড়া কেরুর ডিজিএম সম্প্রসারন মোঃ মাহবুবুর রহমান, আকন্দবাড়িয়া জৈবসার কারখানার প্লান্ট ম্যানেজার মোঃ জাকির হোসেন সহ কেরুর অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *