চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। এ কারনে গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটে ব্যাথা ও তীব্র গ্যাসের সমস্যা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সুপারের অবস্থা স্থিতিশীল ছিলো।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সুপাররিনটেন্টডেন্ট বিদ্যুৎ কুমার বিশ^াস বলেন, তীব্র গ্যাষ্ট্রিক জনিত সমস্য নিয়ে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা পর্যবেক্ষণ করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে নেয়া হয়। তারপর থেকে স্যালাইন, ইনজেকশনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। রাতে তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। পেটে ব্যাথা ও গ্যাসের সমস্যা কিছুটা কমেছে। মুখে খাবার আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা রাতে হাসপাতালে অবজারভেশনে রাখব।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ হোসেন আলী বলেন, সকালে ফলমুল খাওয়ার কারনে স্যারের গ্যাস বেড়ে যায়। এতে তীব্র পেটে ব্যাথা শুরু হয়। এরপর আমরা হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করে নেয়া হয়। তবে স্যার রাতে অনেকটা সুস্থবোধ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *