মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ঘাটপাড়ার আলতাব হোসেনের মুদি দোকানের সামনের রাস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বোমা সাদৃশ্য বস্তুু উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে একটি চিরকুট। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প পুলিশের একটি টিম বোমা ও চিরকুটটি উদ্ধার করে।
চিরকুটিতে লেখা রয়েছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে। শোন আমরা চরগোয়াল গ্রামের মানুষ আমরা কিন্তু খুব দূরে নাই, নদীর এপার ওপার আছি বিএনপির একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে।’
গাংনী থানা অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল জানিয়েছেন, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের সড়কের পাশে লালটেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য বস্তুু পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাণনাশের হুমকী সম্বলিত একটি চিরকুট ও লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সাদৃশ্য উদ্ধার করা হয়েছে। কে বা কারা বোমা সুদৃশ্য বস্তুু রেখে এলাকায় আতংক সৃষ্টির চেষ্টা করছে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।