আলমডাঙ্গা অফিস
হাজারো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও অশ্রুজলে চিরনিন্দ্রায় শায়িত হলেন, বিএনপি নেতা এমদাদুল হক ডাবু। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদল আলমডাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, শিক্ষা, ধর্মীয় ও ক্রীড়ামুলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল মালেক বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন।
গত রবিবার বিকাল ৫টা ২০মিনিটের সময় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন), মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৬)বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ১ কন্যাসহ আত্বীয়-স্বজন ও অসংখ্য শুভাকংখী রেখে গেছেন।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে কালিদাসপুর দক্ষিণপাড়া গোরস্থানে হাজারো মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে দক্ষিণপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা নামাজের ইমামতি করেন দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আরিফ হাসান। জানাজায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা জামাতে ইসলামের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, মরহুমের বড় ভাই আসাদুল হক লাবু, বিএনপি নেতা আনিসুর রহমান, অ্যাডভোকেট আব্দুর রউফ, কামরুজ্জামান বকুল, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, মরহুমের বড় ছেলে মোহাই মেনুল হক আবিরসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এমদাদুল হক ডাবুর মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সাধারণ মানুষজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হাজারো মানুষের ভালোবাসা শ্রদ্ধা ও অশ্রুজলে চিরনিন্দ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ডাবু
