চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর সঞ্চলনায় মে মাসের অপরাধচিত্র উপস্থাপন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সাইফ।
সভায় কমিটির সদস্যবৃন্দ অভিযোগ করে বলেন, চুয়াডাঙ্গা শহরে মোটর সাইকেলের সাইলেন্সর পাইপ খুলে বখাটেরা অবাধে মোটরসাইকেল চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার দাবি করছি। পৌর এলাকায় ল্যাস্পপোষ্টে বাতিগুলো জ¦লে না। লাইটের ব্যবস্থা করতে হবে। অন্যথায় চুরি ও ছিনতাই বৃদ্ধি পেতে পারে। আলমডাঙ্গা পশুহাট রোডে হাটের দিনগুলোতে ট্রাফিক আইল্যান্ডে ট্রাফিক পুলিশ দেয়ার দাবি করছি। কাস্টমস বিভাগের কোন তথ্য পাওয়া যাচ্ছেনা। সীমান্তে বিএসএফ পুশইন করছে। কেন এমনটি হচ্ছে। জেলায় বিভিন্ন স্থানে অনলাইনে জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। জুয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধের দাবি করা হয়েছে। এছাড়া, জেলায় নিরব চাঁদাবাজী চলছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মামলা নিষ্পত্তির হার সন্তোষজনক নয়। এটি বৃদ্ধি করতে হবে। সদর উপজেলার গহেরপুর গ্রামে প্রতিদিন বালি উত্তোলন করছে এক শ্রেণীর ভূমিদস্যুরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটি ভালোই গেছে। মে মাসে ডাকাতি, দস্যুতা ও সিধেল চুরি ১টি করে ঘটনা ঘটেছে। যা বিগত এপ্রিল মাসের তুলনায় কম। মোবাইল কোর্টে ১৩টি আইনে জরিমানা করা হয়েছে। বাল্য বিয়ের ঘটনা খুব কম। তবে, এটি শূণ্যের কোটায় নামিয়ে আনতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। পৌরসভা এলাকায় চুরি ও ছিনতাই রোধে সড়ক বাতি লাগানোর ব্যবস্থা করতে হবে। সড়কে রোগীভর্তি, ছাত্র-ছাত্রী ও অটো রিজার্ভ হলে সে সকল অটো ছেড়ে দিতে হবে। অথচ, বিষয়টি কেউ কেউ মানছে না।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, দামুড়হুদার ডাকাতি মামলার আসামি খাগড়াছড়ি থেকে আটক করা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। বর্তমান সময়ের সব ডাকাতি মামলা উদঘাটন করা সম্ভব হয়েছে। এবার সড়কে পুলিশ তদারকি থাকায় ঈদের আগে-পরে দূর্ঘটনা যথেষ্ট কম হয়েছে। চাঁদাবাজী নিয়ে নিরবে কাজ করবো। সামাজিক মাধ্যমে গুজব রোধে অনিবন্ধিত অনলাইন পত্রিকা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, করোনা ও ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে। বিশ্বে করোনা বাড়ছে। জ¦র, ঠান্ডা ও কাশি নয় শরীরে ব্যাথা থাকলেও আতংকিত হওয়ার কারণ নেই। ডেঙ্গু ঢাকা ও বরগুনায় হটস্পট। পানি জমে না থাকে সেদিকে সকলে খেয়াল রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিতে হবে। স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা ১৯টি কেন্দ্রে ২০ জুন অনুষ্ঠিত হবে।
৬- বিজিবির উপ-অধিনায়ক মেজর আসিফ বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তের ১১৩ কিলোমিটার এলাকায় ৮ কিলোমিটারে তাঁর কাটা বেড়া নেই। বিওপিগুলো ৫ থেকে ৭ কিলোমিটার পর্যন্ত ২৪ ঘন্টা ডিউটি করে। পুশইন হয় রাতে। বিএসএফ যে জায়গা খালি থাকে সেখানে ঢেলে দিয়ে চলে যায়। যাদেরকে ঢুকাচ্ছে তারা সবাই বাঙালী। আমরা থানায় দিচ্ছি। রোহিঙ্গা কিনা পরীক্ষা করছি। পুশব্যাক করতে পরছি না। সবকিছু বিবেচনা করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সভায় আনসার ও ভিডিপির কমানড্যান্ট ফারুক ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক, তথ্য অফিসার শিল্পী মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, এনএসআই উপপরিচালক শামসুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, সরকারি আদর্শ মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মৌছুফাবা দুনি, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাকসুরা জান্নাত, র‌্যাব-১২ ডিএডি হামিদুর রহমান, বড়বাজার জামে মসজিদের ইমাম জোনায়েদ আল হাবিবী, বিএনপি নেতা এম. জেনারেল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকারসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *