স্টাফ রিপোর্টার
খুনি হাসিনার ফাঁসি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চুয়াডাঙ্গায় বিএনপি ও এর অংগ সংগঠনসমুহের নেতা কর্মিরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি চুয়াডাঙ্গা সরকারী কলেজের সামনে, দিয়ে কবরী রোড- হাসান চত্বর ঘুরে কোট মোড় দোয়েল চত্বরে এসে শেষ হয়। পরে দোয়েল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু। জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা মৎসজীবি দলের আহবায়ক কামরুজ্জামান বাবলু, জেলা ওলামা দলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মওলানা আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎসজীবি দলের সাবেক আহবায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহবায়ক মেহেবুব আহমেদ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বুদ্দিন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।
চুয়াডাঙ্গা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ অংগসঠন ও সহযোগী সংগঠনের আয়োজন এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা খুনি হাসিনার ফাঁসির দাবী জানান। একই সাথে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য পুলিশকে আলটিমেটাম দেন।