দর্শনা অফিস
দর্শনা পৌরসভার টি আর এর প্রথম ও দ্বিতীয় কিস্তির প্রায় ১৯ টি প্রকল্প চলমান রয়েছে তার মধ্যে প্রায় ১৫ টি প্রকল্প ঘুরে দেখেন দর্শনা পৌরসভার প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান। দর্শনা পৌরসভার চলমান উন্নয়নের ধারাবাহিকতায় মানসম্মত কাজ বুঝে নিতে প্রায় চার ঘন্টা তীব্র গরম অপেক্ষা করে দর্শনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে চলমান কাজগুলো সিডিউল মোতাবেক হচ্ছে কি না তা ঘুরে ঘুরে দেখেন। কাজের মান ভাল হচ্চে অনেককে ধন্যবাদ যানান।তার মধ্য কয়েকটি কাজ মানসম্মত না হওয়ায় তাদেরতে সর্তককরে সিডিউল মোতাবেক কাজ করার নির্দেশ দেন।তা নাহলে কাজের বিল পরিশোধ করা হবে না বলে যান।পৌর প্রশাসক জানান সরকারী টাকার কাজ মানে জনগনের টাকার কাজ। এলাকাবাসির উচিত প্রতিটি কাজ সঠিকভাবে হচ্ছে কিনা খোজখবর নিয়া।কোন প্রকার দূর্নীতির নজরে পড়লে সাথে সাথে আমাকে জানাবেন।আমার ফোন সকল সময় খোলা।
দর্শনা পৌরসভার ৯ টি ওর্য়াডে মসজিদ, মাদ্রাসা,কবরস্থান রাস্তা,পাচির নির্মান, মহল্লার রাস্তা পাকাকরণ ডাস্টবিন সহ বিভিন্ন ধরনে উন্নয়ন মূলক কাজ চলছে। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার প্রকৌশলী সাজেদুল ইসলাম কর নির্ধারক সরোয়ার হোসেন, সহকারী কর আদায়কারি জাহিদুল ইসলাম, প্রধান অফিস সহকারি শাহ আলম, আব্দুর রাজ্জাক প্রমুখ।