স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় সারের সাব ডিলার নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। সেইজন্য আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তাদের সার ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলেন। সেই সাথে প্রকৃত সার ব্যবসায়ীরা যাতে সাব ডিলার পায় সেটা আমাদের দেখতে হবে। অনেক জায়গায় বিসিআইসি সার ডিলারদের গোডাউন বা সেলস সেন্টার নেই। উপজেলা শহরে বসে এসব ডিলাররা ব্যবস্থা পরিচালনা করে আসছে। সাব ডিলার নিয়োগ সম্পন্ন হলে কৃষকরা বাড়ির কাছাকাছি থেকে সার কিনতে পারবেন। এতে কৃষকের পরিবহন খরচের পাশাপাশি নানান ঝামেলা কমে আসবে। কৃষকদের স্বার্থ রক্ষা করাই প্রশাসনের মূল লক্ষ্য। কোনো কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সার ব্যবসায়ীদের সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। বর্তমানে সারের বরাদ্দ বাড়ানো হয়েছে। চলতি জুন মাসে জেলায় সারের যতেষ্ট মজুদ রয়েছে।
গতকাল রবিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আলমডাঙ্গায় ৯ জন বিসিআইসি সার ডিলারগণকে নির্ধারিত ইউনিয়নে গুদাম ও বিক্রয়কেন্দ্র স্থাপন করে ব্যবসা পরিচালনা করতে হবে। এজন্য ওই ৯ ডিলারকে দ্রুত গোডাউন স্থাপন করার নির্দেশ দেন। যারা নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে ব্যবস্থা পরিচালনা করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও বিএডিসি বীজ ডিলার হতে বিএডিসি সার ডিলার নিয়োগ নিয়ে তিনি কথা বলেন।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন। তিনি গত ১৮ মে জেলা সার বীজ মনিটরিং কমিটির সভার কার্যবিবরণী পাঠ করে শোনান। জেলার বর্তমান সার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, জেলায় বর্তমানে ৫ হাজার ৫৩৫ মেট্রিক টন ইউরিয়া, ৪৮৬ মেট্রিক টন টিএসপি, ১ হাজার ৪১০ মেট্রেক টন ডিএপি ও ১ হাজার ১৪৩ মেট্রিক টন এমওপি সার মজুদ আছে।
সভায় কৃষি সম্প্রসারনের অতিরিক্ত উপ-পরিচালক কৃষ্ণ রায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন, জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসালাম হোসেন অর্ক, পুলিশ পরিদর্শক সামসুদ্দোহা, সহকারি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম, তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সভাপতি রাজীব হাসান কচি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ জেলা বীজ প্রত্যয়ন অফিসার নুরুল ইসলাম, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক নাজমুল হাসান সুমন, বিএফএর সভাপতি আকবর আলীসহ সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা সার বীজ মনিটরিং কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিুরুল ইসলাম, সারের সাব ডিলার নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশ
