আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাতটায় আলমডাঙ্গা পৌর অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার আমীর মাহের আলীর সভাপতিত্বে মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদ্বয়, জেলা প্রশিক্ষণ বিভাগের সদস্য, জেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি, আলমডাঙ্গা পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন ও জেলা যুব বিভাগের সভাপতি, চুয়াডাঙ্গা ১নং নির্বাচন পরিচালক নূর মোহাম্মদ টিপু। মেহমানদ্বয় পৌর শাখার ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক রিপোর্ট পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। আগামী ১৪ জুন থেকে ২৮ জুন কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ পালন যথাযথ করার জন্য জেলার নির্দেশনা অনুযায়ী পৌর আমীর জনাব মাহের আলী, নায়েবে আমীর প্রভাষক অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী ও সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিনকে প্রধান করে ৩টি টীম গঠন করা হয় এবং জেলার কোটা অনুযায়ী পৌর শাখার সকল ওয়ার্ডে কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়। নির্বাচন বিভাগের কাজের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন নূর মোহাম্মদ টিপু। সাবেক আমির মীর আব্দুল জলিল, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ হাসান, আশকার আলি, মাওলানা শফী উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, নিজাম উদ্দিন, মাওলানা হাসমত উল্লাহ, মোশাররফ হোসাইন, প্রভাষক আব্দুর রহমান , আব্দুল কুদ্দুস, মোহাম্মদ হানিফ, মাওলানা আশরাফুল আলম, সামসুল আরেফিন রিপন, হায়াত আলি, আঃ মান্নান, গোলাম মুক্তাদির, ইসমাইল হোসেন সহ পৌর শাখার সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারী বৃন্দ উপস্থিত ছিলেন
জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার মাসিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
