স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও আরো ৬টি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, মদ, যৌন উত্তেজক ট্যাবলেটসহ ইমিটেশন উদ্ধার করা হয়
৫৮-বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মোঃ সিহানুক রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার বেলা ২টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের মাঠের মধ্যে হতে নায়েক সুমন চন্দ্র দেবনাথ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন বাংলাদেশীকে আটক করা হয়। এদের ২ জন পুরুষ , ১ জন নারী ও ১ জন শিশু।
এদিকে গত মঙ্গলবার রাত ১১টার দিকে নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৭/এমপি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ টুনু মন্ডল এর আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল রাত সাড়ে ১২টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ আস্কার এর আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ শামীম রেজা এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯২ পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত টার দিকে যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ মেইন পিলার-৫০/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানাইডাঙ্গা গ্রামের মাঠের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ওসমান হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। রাত ১টার দিকে উথলী বিওপি’র সীমান্ত পিলার-৭৪/এমপি হতে ৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উথলী রেলওয়ে ক্রসিং হতে হাবিলদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় ১২ বোতল ফেন্সিডিল, গাজা .০১৬ গ্রাম এবং ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত মেইন পিলার-৭১/৬-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের জসিম এর মরিচ ক্ষেতের মধ্যে হতে নায়েক মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১২টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৭/১-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ আস্কার এর আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ শামীম রেজা এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার ইমিটেশন সামগ্রী-৮১ পিচ, স্কিন সাইন ক্রিম-৬ পিচ, বডি স্প্রে-২পিচ এবং ২০ পিচ শাড়ি উদ্ধার করা হয়।
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ জন আটক, মাদকদ্রব্য উদ্ধার
