চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের ঈদ পুনর্মিলনীতে ঐক্যের বার্তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন অব্যহত থাকবে- শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা মহিলা দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল উৎসবের আমেজ, সৌহার্দ্য আর মিলনমেলার উষ্ণতা। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ঈদ ত্যাগ ও মহত্বের প্রতীক। আর এই সময়ে আমাদের দরকার ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতা। আজকে এই মিলনমেলা শুধু সামাজিক আয়োজন নয়, এটি রাজনৈতিকভাবে আমাদের ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ। বিভিন্ন আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর এধরনের আয়োজন সেই ভূমিকাকে আরো দৃঢ় করবে।’ তিনি বলেন, ‘দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। তার জবাব দিতে হলে মাঠে থাকতে হবে। নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা, দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, যুগ্ম সম্পাদক সালমা জাহান পারুল, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি লাইলা আরজুমানবানু তেজেরা।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বন্নী, জীবননগর উপজেলা মহিলা দলের সভাপতি পেয়ারা বেগম, দর্শনা থানা মহিলা দলের আহ্বায়ক নিলুফা ইয়াছমিন, রহিমা খাতুন, কাকলী খাতুন, শাহানা আক্তার, লাইলা আক্তার বেবি, রিনা, ইয়াছমিন আরা মনি, রাজিয়া খাতুন, ফারশিয়া খাতুন, শিল্পী ইয়াসিন পারুল, মনোয়রা খাতুন, আয়শা খাতুন, আসমা খাতুন ও শিরিন জামান। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *