ট্রেনিং সেন্টার করে অদক্ষ শ্রমিকদের দক্ষ করতে চাই

স্টাফ রিপোর্টার

বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, আমার জানা মতে খুলনা বিভাগের প্রথম একজন বিজিএমইএর সভাপতি নির্বাচিত হয়েছি আমি। একটি গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে আমার প্যানেল নির্বাচিত হয়েছে। চুয়াডাঙ্গা দেশের একটি অবহেলিত জেলা। চুয়াডাঙ্গা নিয়ে বিজিএমইএর কেন্দ্রিক যে কাজটা করার সুযোগ রয়েছে সেটা হলো, আমরা চাইলে এখানে একটি ট্রেনিং সেন্টার করতে পারি। যার মাধ্যমে যে সব শ্রমিক কাজ করতে চাই তাদেরকে দক্ষতা তৈরি করে পাঠানো সম্ভব। যাতে শুরুতে অপেক্ষাকৃত অন্যদের থেকে বেশি বেতনে কাজ করতে পারে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেলে সাহিদ প্যালেসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপিত ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু আরো বলেন, নির্বাচিত হওয়ায় এই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই। সেটা এখন সম্ভব হচ্ছে না কারণ দেশে এখন অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। আমি চাই দেশে সুষ্ঠু নির্বাচন হলে রাজনৈতিক দল থেকে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করলে ব্যবসায়ীদের আস্তা বাড়বে তখন ব্যবসায়ীরা বিনিয়োগ করবে। সেই সময় ব্যবসায়ীদের জন্য কিছু করা যাবে।

চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচির সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুজ্জামান টরিক, জামান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম রকিব, সাংবাদিক কামাল উদ্দিন জোয়ার্দার, মাহফুজ মামুন, আলমগীর কবির শিপলু, হুসাইন মালিক, মফিজ জোয়ার্দার, পলাশ উদ্দিন, মেহরাবিন সানভি, রুহুল আমিন রতনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে মাহমুদ হাসান খান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিএনপি ও এর অংগ সংগঠনসমূহের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার আরও জানিয়েছে: চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে বিজিএমইএ নবনির্বাচিত সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গত সোমবার সন্ধ্যায় শহরের রজব আলী সুপার মর্কেটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাড. আ.স.ম আব্দুর রউফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ফোরামের সদস্য সচিব মানজার আলী জোয়ার্দ্দার হেলালের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, শফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, অ্যাড. মারুফ সারোয়ার বাবু (পিপি). অ্যাড. আব্দুল খালেক (জিপি) , জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আহসান আলী, ফোরামের যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন মঈনুল, সদস্য সিরাজুল ইসলাম (১) , আব্দুল্লাহ আল মামুন, মো. বদিউজ্জামান, রুবিনা পারভীন, এস,এন,এ হাশেমী, আসাদুজ্জামান মিল্টনসহ অনেকে।

দর্শনা অফিস জানিয়েছে, রাইজিং গ্রুপের এমডি- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপ কোষাধ্যক্ষ ও বিজিএমইএর নব নির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন আমার সদ্য বিজিএমইএ নির্বাচনে চুয়াডাঙ্গার ২/৩শ’ মানুষ আমার জন্য যে সহযোগিতা সহায়তা করেছেন তা আমার চিরদিন মনে থাকবে, জেলাবাসির কাছে আমি চিরঋণী হয়ে থাকবো। বরেণ্য অতিথি মাহমুদ হাসান খান বাবুকে দর্শনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়ার সময় আবেগ আপ্লুত হয়ে বলেন নির্বাচনের দিন জেলার এতোগুলো ভালবাসার মানুষ ঢাকার হোটেল রেডিসনে আমার সাথে ৬/৭ ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, এর জন্য তাদেরকে আমি একটি টাকাও দেয়নি, খাবার দেয়নি, পারিশ্রমিক দেয়নি। নিজ উদ্দ্যোগে নিজ ইচ্ছায় তারা তাদের দায়িত্ব পালন করেছে, যা মনে রাখার মত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মাঠের রাজনীতি এমন হওয়া দরকার, তাহলে মানুষ বাঁচবে দেশ বাঁচবে সমাজ উপকৃত হবে। পরিশেষে তিনি বলেন, আমি আমার প্রাণের চুয়াডাঙ্গাবাসির জন্য কিছু করতে চায়, আপনারা সাংবাদিক সমাজের দর্পণ সঠিক কাজ করবেন, এতে রাষ্ট্র সমাজ উপকৃত হবে, আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। সোমবার রাত ৯ টায় প্রেসক্লাব ভবনে প্রথমে সাংবাদিকরা অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও পরে সম্মানা ক্রেস্ট তুলে দেয়।

দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক হানিফ মন্ডল, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪ চুয়াডাঙ্গা প্রতিনিধি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, আওয়াল হোসেন।

উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা এফ এ আলমগীর, দর্শনা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, মাসুম বিল্লাহ, ইমতিয়াজ আহমেদ রয়েল, ওয়াসিম রয়েল, আবিদ হাসান রিফাত,সাব্বির আলিম, আব্দুল হান্নান, রাজিব মল্লিক, শ্রী সুকমল চন্দ্র দাস বাঁধন, ফরহাদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে, কোরআন তেলোয়াত করেন প্রেসক্লাবের সদস্য মাসুম বিল্লাহ।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছে, বিজিএমএ নবনির্বাচিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। তিনি গত রোববার সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সাথে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে জীবননগরের আন্দুলবাড়িয়াস্থ বাসভবনে পোঁছালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গভীর রাত পর্যন্ত জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, সাংবাদিক ফোরাম, ডাক্তার ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অপেক্ষার পর প্রিয় নেতাকে একে একে ফুল দিয়ে ঈদত্তোর শুভেচ্ছা জানান। সোমবার দিনভর পর্যন্ত তার বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানাতে অসংখ্য নেতাকর্মীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। মানুষের অকৃত্রিম ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় সিক্ত হলেন বাবু খান। শুভেচ্ছা বিনিময়কালে সততার সাথে অর্পিত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *