জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদসহ ৫ জনকে আটক কলেছে। আটককৃতদের মঙ্গলবার কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ^াস গোপন সাংবাদের ভিত্তিতি জানতে পারেন উপজেলার খয়েরহুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক বেচা কেনা হচ্ছে। গত সোমবার রাত ১০টায় অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ^াস সঙ্গীয় অফিসার নিয়ে স্কুল মাঠে অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদসহ ৫ জনকে আটক করেন। আটককৃতরা খয়েরহুদা গ্রামের বিশারত মন্ডলের পুত্র আকবর আলী(৬০), মাহাতাব মন্ডলের পুত্র তোফাজ্জেল(৪৫), আরিজুল্লাহ মন্ডলের পুত্র মধুকুল(৪৩), ছানোয়ার হোসেনের পুত্র দুখু মিয়া(৩০) ও শুকুর আলীর পুত্র রকিম হোসেন(২২)। অভিযান পরিচালনায় অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ^াসের সাথে ছিলেন এস আই রুবেল মিয়া, এ এস আই নুর মোহাম্মদ, কনস্টেবল উল্লাস কুমার,শাহ আলম ও রাজুদ্বয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭ তারিখ ১০.০৬.২০২৫। আসামীদের মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা কোর্ট হাজতে সোপর্দ করা হয়েছে থানা সূত্রে জানা গেছে।
জীবননগরে চোলাই মদসহ ৫ জন আটক
