ঈদ উপলক্ষে জীবননগরে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

উথলী ইউনিয়ন প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জীবননগর উপজেলায় বিনোদন কেন্দ্র, ক্যাফে, ফুডপার্ক, বিল ও বাওড়ের পাশে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। ঈদের দিন বিকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত এসকল যায়গায় আসছেন শতশত বিনোদন প্রেমী মানুষ। অনেকেই তার পরিবরের সদস্য, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের সাথে নিয়ে নিরিবিলি কিছু সময় কাটাতে এখানে আসছে
জীবননগরের ফরমান মন্ডলের বাগানবাড়ী, পাথিলা বীজ খামার, উথলী বাসস্ট্যান্ডের নিকট সানমুন শিশু পার্ক, কুটুমবাড়ি ফুডপার্ক, সন্তোসপুর ইকোপার্ক, নিরিবিলি ফুডপার্ক, সিংনগর বাওড় কেন্দ্রীক বিনোদনের জায়গা ও বিভিন্ন ফুডপার্কে গুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড় দেখা গেছে। ঈদ উপলক্ষে বিনোদন কেন্দ্র গুলোতে অপরুপ সাজে সাজানো হয়েছে। বিকাল হলেই এসকল বিনোদন কেন্দ্র গুলোতে দর্শনার্থীদের ভিড় শুরু যায়। সরজমিনে গিয়ে দেখা গেছে, অনেকেই সুন্দর মুহুর্ত গুলো মোবাইল ফোনে ছবি তুলছে, কেউ আবার দোলনায় উঠে দোল খাচ্ছে, বিল ও বাওড়ে নৌকায় চড়ে ঘুরছেন,কেউ আবার বাহারি রকমের খাবার খাচ্ছেন। প্রাকৃতিক মনোরম পরিবেশে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন অনেকেই। কেউ কেউ আবার পাখিভ্যান ও ইজিবাইক ভাড়া করে গ্রামীণ সড়কে ঘুরে বেড়াচ্ছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে আসা বিভিন্ন বয়সী মানুষ ও দর্শনার্থীদের আনা-গোনায় মুখরিত হয়ে উঠেছে এসব বিনোদন কেন্দ্র গুলো। ঢাকা থেকে আসা নিজ এলাকায় ঈদ উদযাপন করতে আসা জুবায়ের আলম জানায়, ঈদের সময় নিজ এলাকায় ঘুরতে খুব ভালো লাগে।পরিচিত অনেকের সাথে দেখাসাক্ষাৎ হয়। আমার ছেলেমেয়েদের আবদার পূরণ করতে তাদের নিয়ে বেড়াতে এসেছি। গ্রামীণ পরিবেশে অনেক ভালো লাগছে। এখানে শান্ত পরিবেশে নৌকা ভ্রমণ করে সবাই খুব আনন্দ পেয়েছে। তীব্র গরমের মধ্যে একটু স্বস্তির খোঁজে সবাই বিনোদন কেন্দ্র গুলোতে ভিড় জমাচ্ছে। কর্মব্যস্ত জীবনে এই ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে গ্রামীণ পরিবেশে নির্মল বাতাসে ঘুরতে পেরে তারা খুব খুশি। শুধু বড়োরাই নয়, শিশুদেরও আনন্দের কোন কমতি ছিলো না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *