স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার কৃতি সন্তান বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে দৈনিক আজকের চুয়াডাঙ্গা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাবু খানের আন্দুলবাড়িয়া নিজ বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, বার্তা সম্পাদক মোঃ পলাশ উদ্দীন, জীবননগর অফিসের শামসুল আলম, তারিকুর রহমান, দামুড়হুদা অফিসের শামসুজ্জোহা পলাশ, আন্দুলবাড়িয়া প্রতিনিধি কামাল হোসেন, উথলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন। গত ৩১ মে বিজিএমইএ নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বাবু খান সভাপতি ও তার প্যানেল নিরংকুশ বিজয় লাভ করে। খুলনা বিভাগ থেকে তিনিই প্রথম বিজিএমইএ সভাপতি নির্বাচিত হলে
জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, দৈনিক আজকের চুয়াডাঙ্গার জন্য আমার শুভেচ্ছা রইল। আশা করি পত্রিকা তার নিজস্ব যে সম্পাদকীয় নীতি রয়েছে, সেই নীতি অনুযায়ী কাজ করবে। জনগণের উপকারে আসবে এবং জনগণের বিভিন্ন যে সমস্যা তা তুলে ধরবে। যাতে করে প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বাবু খানকে ফুলেল শুভেচ্ছা জানানোয় তিনি দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সকল সদস্যকে ধন্যবাদ জানান।
বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে “দৈনিক আজকের চুয়াডাঙ্গা” পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
