মুজিবনগর সীমান্ত দিয়ে আবারও ১২ জনকে পুশব্যাক করেছে বিএসএফ

মেহেরপুর অফিস
মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্ত দিয়ে চার শিশুসহ ১২ জনকে পুশব্যাক করেছে বিএসএফ। গতকাল মঙ্গলবার ভোরে আনন্দবাস সীমান্তের কাছে এই ১২ জনকে আটক করে বিজিবি। আটককৃতরা হলো, জাহাঙ্গীর আলম(৪২), শাহাজাদী খাতুন(৩০), লাভলী খাতুন (৪২), মিরাজ আলী(১৫), হাসেন আলী(১৮), জান্নাতি খাতুন(২০), হাসিনা খাতুন(১০দিন), বাবলু হোসেন(২৪), জেসমিন খাতুন(২০), জাহিদ হোসেন(৩), জাকির আলী(১), ইয়াসিন হোসেন(২৫)।
বিজিবি জানায়, মেহেরপুর আনন্দবাস গ্রামের সীমান্তে ভোরের দিকে টহল দিচ্ছিলো বিজিবির একটি দল। এ সময় সীমান্তের কাছাকাছি ৯৭/১ নম্বর পিলার এর কাছে সন্দেহজনক ভাবে কয়েকজনকে ঘুরাঘুরি করতে দেখেন তারা। পরে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের জিজ্ঞাসা করলে তারা জানান, ভারত থেকে বিএসএফ তাদের কাটাতার পেরিয়ে বাংলাদেশী অংশে ঠেলে দেয়। পরে তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বিজিবির ঐ দলটি।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আটককৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক। তাদের বাড়ি উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ফুলবাড়িয়া থানায়। বিভিন্ন সময় কাজের সন্ধানে পার্শ্ববর্তী দেশ ভারতে গমন করেছিলেন তারা। ইতোমধ্যে তাদের পরিবারের আত্মিয়স্বজনদের খবর দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাদের পরিচয় সনাক্ত করা হবে। পরিচয় সঠিক হলে পরিবারের কাছে আত্মীয়স্বজনদের হাতে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য: ইতোপুর্বে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশব্যাক করা ১০ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ৩ মে দিবাগত রাত ২টার দিকে তাদেরকে আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *