মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

মেহেরপুর অফিস
“তামাক কোম্পানির কুটকৌশল উম্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিনিয়র সহকারি কমিশনার নাদির হোসেন শামীম। সহকারি কমিশনার সাজেদুল ইসলাম, আমির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডঃ এমদাদুল হকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
গাংনী অফিস জানিয়েছে, গাংনীতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় র‌্যালী শেষে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুপ্রভা রানী, গাংনী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা কৃষি অফিসার রাসেল আহমেদ, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর জেলা জামাত ইসলামের শুরা সদস্য নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা তামাক সেবনের কারণে নানা ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন, তারা বলেন তামাকজনিত ক্যান্সারসহ নানা রোগে প্রতিবছর অসংখ্য মানুষ মারা যাচ্ছে, পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষকে এর ভয়াল থাবা থেকে রক্ষা করতে অতি দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ অপরিহার্য বলেও জানান তারা।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *