জীবননগর অফিস
প্রচার যন্ত্রের উচ্চ শব্দে নগরবাসী অতিষ্ঠ। ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। চুয়াডাঙ্গা জেলার ছোট একটি শহর জীবননগর। এই শহরে প্রচার মাইকের উচ্চ শব্দে নগরবাসীর সকালের ঘুম ভাঙ্গে। প্রচার মাইকের যন্ত্রনা চলতে থাকে রাত পর্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছে জীবননগর পৌরবাসী। শু-খবর শু-খবর শু-খবর প্রচার মাইকের শব্দে সকালের ঘুম ভাঙ্গে শহরবাসীর। ঘুম থেকে জেগে শুনতে পাই পোল্ট্রি মুরগী ক্রেতা ভাইদের জন্য শু-খবর। তিন চার কেজি ওজনের পোল্ট্রি মুরগি বিক্রয় করা হচ্ছে। তিন চারটি মাইকে এ প্রচার চলবে এর সাথে প্রচার বের হবে সুনালি মুরগি ক্রেতা ভাইদের জন্য শু-খবর। মহিষের মাংশ ক্রয় করিতে ইচ্ছুক ভাইয়েদের জন্য শু-খবর। আগামী কাল সকালে ৭/৮ মন ওজনের একটি পাহাড়িয়া মহিষ জবাই করা হইবে। এর পর পরই প্রচার হবে ৪/৫ মন ওজনের এড়ে বাছুর জবাই করা হইবে। বিকালে আবার অবিক্রিত মাংশ বিক্রির জন্য হবে মাইকে প্রচার। ফার্মের হাঁস বিক্রির জন্য আছে মাইকে প্রচার। ছাগল, মুরগি, হাঁস হারানো পর ফিরে পেতে মাইকে প্রচার। ইলিশ মৌসুমে বরিশালের ইলিশ মাছ কিনতে ইচ্ছুক ভাইদের জন্য শু-খবর। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে বলে মাইকের প্রচার। এক ইলিশ মাছ প্রচারের মাইকই দুই তিনটি। শহরে যতোগুলো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে প্রত্যেকের পৃথক পৃথক প্রচার মাইক শহরব্যাপী প্রচার করে। শহরে নতুন দোকান উদ্বোধনের প্রচার। ইলেকট্রনিক্স দোকান ও শো-রুমের পণ্যের মাইকে প্রচার। মোবাইলের দোকানের প্রচার, সেই সাথে প্রচার হবে সিমের মেলা। স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টার, কিন্ডার গার্টেন ও কওমি মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তির জন্য মাইকে প্রচার। ধর্মসভা, জনসভা ও শোক সংবাদ মাইকে প্রচার। মেহেরপুর পল্লী বিদ্যুতের প্রচার। ফুটবল ও ক্রিকেট খেলার প্রচার। পৌরবাসীকে অবহিত করণের জন্য পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরণের প্রচার করা হয়ে থাকে। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জনগণকে অবহিত বিভিন্ন ধরণের প্রচার করা হয়ে থাকে। উপজেলা প্রসাশন বা পৌরসভার পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে মাইকে প্রচারিত বেশির ভাগ সংবাদই নাগরিকদের নিকট না পৌঁছানোর অভিযোগ রয়েছে।
যে যার ইচ্ছে মতো শহরে উচ্চ শব্দে মাইকে প্রচার চালিয়ে যাচ্ছে। মানছে না কোন নিয়মনীতি। দিন-রাত, সকাল বিকাল মনে হলেই মাইক দিয়ে শহরে প্রচার করে শহরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। শহরবাসী মাইকের শব্দ যন্ত্রনা থেকে মুক্তি পেতে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।