স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৬ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। এছাড়াও আরো দুটি অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকৃতরা নড়াইল, যশোর ও খুলনা জেলার বাসিন্দা ।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল ভোর রাত পোনে ৪টার দিকে জীবননগর বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েক মোঃ জামসেদ আলি এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে যাবার সময় ৪ জনকে আটক করা হয়। এদের ২ জন পুরুষ ও ২ জন নারী। আটক পুরুষ সদস্যরা হলো নড়াইল জেলার কালিয়া থানার হাচলা গ্রামের বিঞ্চু পদ বিশ^াস (৬৮) ও কাশিপুর গ্রামের সৌরভ গুড়িয়া (১৯)। এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর হতে ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সোনাগাড়ী মোড়ে হাবিলদার শিশির হালদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করেন। এ সময় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হলো যশোর জেলার শর্শা থানার বাগুরি গ্রামের শফিকুল ইসলাম (৩১) ও খুলনা জেলার কয়রা থানার ইসরাফিল (২২)।
এদিকে শুক্রবার রাত ১১টার দিকে উথুলী বিওপি’র সীমান্ত মেইন পিলার-৭৫/২-এস হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দবাড়িয়া গ্রামের (কেরু কোম্পানীর) মাঠের মধ্যে হতে হাবিলদার মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ভারতীয় মদ-২২ বোতল এবং ফেন্সিডিল-২৩ বোতল উদ্ধার করা হয়। এছাড়া গতকাল শনিবার রাত ৮টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১২-আর ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সোনাগাড়ী, গুরদাহ পাকা রাস্তার উপর হতে হাবিলদার মোঃ আক্তার হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩৮৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ বাংলাদেশী নাগরিক আটক, বিপুল পরিমাণ মাদক উদ্ধার
