গাংনীতে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

মেহেরপুর অফিস
গাংনীতে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে এ আয়োজন করা হয়।
গাংনী উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা সমাজসেবা অফিসার সোহেল পারভেজ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম, গাংনী উপজেলা সমাজসেবা অফিসার আরশাদ আলী, মুজিবনগর উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার আবুল মনসুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, সোনালী ব্যাংক উপজেলা শাখার ব্যবস্থাপক বজলুল হুদা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা। সেমিনারে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাঁদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল শ্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্ত জীবনমান উন্নয়নে ধারণা দেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *