যুগপৎ আন্দোলনের সব দলই ডিসেম্বরে নির্বাচন চায়: সালাউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক

বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই চায় ডিসেম্বরে নির্বাচন হোক। প্রধান উপদেষ্টা কেনো বিএনপিকে নির্বাচন নিয়ে দোষারোপ করলেন, তা বোধগম্য নয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৩০ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অসহায়দের মাঝে কাপড় বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কেবল একটি দল নির্বাচন চায়—প্রধান উপদেষ্টার এমন বক্তব্য সঠিক নয়। যথেষ্ট তথ্য না থাকায় তিনি এমন মন্তব্য করেছেন। তথ্যগত ভুলের কারণে তিনি এটা বলে থাকলে, এটা নিয়ে সমালোচনা করবো না।

তিনি বলেন, সমস্ত জাতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, যে সমস্ত সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো দিন শেষ হয় না—এটা চলতেই থাকে। সমাজ ও দেশের প্রয়োজনে আমাদের সংস্কার করেই যেতে হবে। শেখ হাসিনা ও তার দোসরদের সব অপরাধের জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *