স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বিতর্কিত সার ডিলার আকবর আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এবং উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে মানববন্ধন গড়ে তোলে বেগমপুরের কৃষকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা অভিযোগ করেন, বিসিআইসির সার ডিলার আকবর আলী দীর্ঘদিন ধরে নিয়মিত সার সরবরাহে অনিয়ম, অতিরিক্ত দামে সার বিক্রি এবং প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অযোগ্যদের মাঝে সার বিতরণসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িত। ফলে কৃষকরা তাদের মৌসুমি চাষাবাদে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কৃষক সোহাগ হোসেন (৬০) জানান, “সরকার নির্ধারিত ১৩৫০ টাকার ইউরিয়া সার আমাদের ১৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। আবার অনেক সময় সারের যোগানই থাকে না। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, তেমনি ফসল উৎপাদনেও বিঘ্ন ঘটছে।” বেগমপুর ইউনিয়নের কৃষক আরিফ (৩২) বলেন, “ডিলার আকবর আলীর অবস্থান থাকার কথা বেগমপুরে, কিন্তু তিনি অবস্থান করেন হিজলগাড়ি ইউনিয়নে। এতে কৃষকদের অতিরিক্ত ভাড়া দিয়ে সেখানে যেতে হয় এবং সার সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়।”
মানববন্ধনে বক্তব্য রাখেন দর্শনা থানা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন। তিনি বলেন, “আকবর আলী আওয়ামী লীগের দোসর। বিগত স্বৈরাচারী সরকারের আমলে যে সার সিন্ডিকেট তিনি গড়ে তুলেছিলেন, তা এখনো বহাল রয়েছে। অথচ তা দেখার কেউ নেই। গরিব ও অসহায় কৃষকদের কাছ থেকে তিনি বেশি দামে সার বিক্রি করছেন। তার গোডাউন থাকার কথা বেগমপুরে হলেও তা সরিয়ে নিয়েছেন হিজলগাড়িতে, যা প্রায় ১৫ কিলোমিটার দূরে। এতে কৃষকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শুধু তাই নয়, আকবর আলী বিসিআইসির ডিলারশিপকে পারিবারিক ব্যবসায় রূপ দিয়েছেন। তার পরিবারের সদস্যরা বিভিন্ন ইউনিয়নে সিন্ডিকেট করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।” মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা সরকারের কাছে আকবর আলীর বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
চুয়াডাঙ্গার বেগমপুরে সার ডিলারের দুর্নীতির বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন
