জীবননগর অফিস
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পোস্ট অফিস পাড়ায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের বাধা দেওয়ায় বাড়ি ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পোস্ট অফিস পাড়ার আব্দুল মান্নানের পুত্র রাহেন উদ্দিন (৩৫) ও রাসেল মিয়া ( ৩০) দীর্ঘদিন ধরে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। পরবর্তীতে মাদক প্রতিরোধে একই এলাকার রমজান আলীর পুত্র কাজল মিয়া (৩২) ও স্থানীয় লোকজন আবাসিক এলাকায় তাদেরকে মাদক সেবন ও ক্রয় বিক্রয় করতে নিষেধ করে। আর এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাজলের বাড়িতে হামলা চালায় একই সাথে পরিবারের লোকজনকে বেধরক মারপিট করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই করে।
আর এ বিষয়ে কোহিনুর বেগম জানান, আমরা পোস্ট অফিস পাড়ায় দীর্ঘদিন ধরে স্বামী সন্তান নিয়ে বসবাস করছি। কিন্তু বাড়ির পাশে মৃত লুৎফর মণ্ডলের পুত্র আব্দুল মান্নান মিয়া(৫৫) ও তার দুই পুত্র রাহেন মিয়া এবং রাসেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা নিজ বাড়িতে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ক্রয় বিক্রয়ের করে আসছে । এরপর গত সোমবার আনুমানিক রাত আটটার দিকে আমার পুত্র কাজল মিয়া ও স্থানীয় লোকজন তাদেরকে মাদক ক্রয় বিক্রয়ে নিষেধ করে। এতে তারা ক্ষিপ্ত হয় এবং আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর তারা ক্ষমতার দাপট দেখিয়ে আমার বাড়িতে লাঠিসোঠা নিয়ে প্রবেশ করে বেধড়ক মারপিট সহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এছাড়াও আমার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং আমার বৌমা সাবিনার গলায় থাকা চার আনা ওজনের স্বর্ণের চেইন যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা ছিনতাই করে নেয়। এছাড়াও তারা আমার ঘরের বাক্স ভেঙে গরু বিক্রির নগদ এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এদিকে তিনি আরো বলেন, আমরা আইনগত ব্যবস্থা নেওয়াই মাদক ব্যবসায়ীরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে।
আর এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, আমরা এ বিষয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।