চুয়াডাঙ্গায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো: মুছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম, প্রবাসী কল্যাণ ব্য্যাংকের ব্যবস্থাপক শিমুল কুমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, ব্রাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা টিটিসির ইন্সট্রাক্টর আনোয়ার কবির।
সেমিনারে বক্তারা বৈধভাবে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে বিদেশ গমনের ওপর গুরুত্বারোপ করেন। বিদেশ গমনের ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলাসহ দেশের মধ্যে দালাল চক্রের বিষয়টি উঠে আসে সেমিনারে। অভিবাসনের ক্ষেত্রে সরকার কর্তৃক নানা সুধিবা তথা সংশ্লিষ্ট্য মন্ত্রাণলয়ের দপ্তর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং চুয়াডাঙ্গা প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ নিজের পূর্ব অভিজ্ঞতা বর্ননা দিয়ে বলেন, ‘দালালের পাল্লায় পড়লে খরচ বেশি। তারপর আবার পৌছাতে পারবেন কিনা, সেটা অনিশ্চিত। আমার এক আত্মীয়কে আগে বলেছিলাম, প্রশিক্ষণ নিয়ে যাবার জন্য। দালালের পিছ পিছ ঘুরে টাকা আর সময় সবই নষ্ট করেছিলো। পরে অবশ্য প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেছে। ভালো আছে। আসলে আমাদের সচেতন হতে হবে। বুঝতে হবে প্রশিক্ষণ নিয়ে গেলে আয় বেশি হবে।’
সভাপতির বক্তব্যে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান বলেন, ‘চুয়াডাঙ্গা টিটিসিতে বেশ কয়েকটি কোর্স চলমান রয়েছে। আমাদের এখান থেকে অনেক শিক্ষার্থী বর্তমানে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাচ্ছেন। মূলত, দক্ষতা যদি না থাকে, তাহলে ভালো বেতন সম্ভব না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *