উথলী প্রতিনিধি
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আসর থেকে বাদ এশা পর্যন্ত সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা হলরুমে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কোন অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য রাজনীতি করে না তারা রাজনীতি করে দেশের ও দেশের মানুষের কল্যাণের জন্য। জামায়াতে ইসলামের নেতাকর্মীরা পকেট থেকে টাকা খরচ করে রাজনীতি করে। এরা আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য রাজনীতি করে না।
কর্মীদের উদ্দেশ্য তিনি আরও বলেন, আমাদের কর্মীরা হলেন দলের প্রাণ। জামায়াতে ইসলামীর পক্ষে আরও জনসমর্থন বাড়াতে কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণের সুখে-দুঃখে বিপদ-আপদে তাদের পাশে দাড়াতে হবে। সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণকর কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। কাজ করার ক্ষেত্রে অনেক বাধাবিপত্তি আসতে পারে অনেক ষড়যন্ত্র হতে পারে। আমাদের কর্মীরা সবাই ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাসানুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার পরিচালক মাওলানা মহিউদ্দিন,জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মো.শাখাওয়াত হোসেন,সহ সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক সহ অনেকে।
অনুষ্ঠানে জীবননগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, উথলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও ইউনিয়নের
উথলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা বৈঠকদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই জেলা আমীর রুহুল আমিন
