রাস্তার উপর পশুর হাট বসতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি দিতে হবে আইন-শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাস

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাস সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশীর সঞ্চলনায় এপ্রিল মাসের অপরাধচিত্র উপস্থাপন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান। অপরাধ চিত্রে দেখা গেছে এপ্রিল মাসে মোট অপরাধের মামলা হয়েছে ১৩২টি। মার্চ মাসে সেটা ছিলো ৯৮টি। ৫৭৯টি চোরাচালান মামলার মধ্যে গত মাসে ১টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আগামী পবিত্র ঈদুল আযহায় সড়কে পশুর হাট বসতে না পারে সেদিকে ইজারাদার ও সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা রইল। এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসাররা তদারকী করবেন। জেলায় আত্মহত্যার বিষয়টি কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। পৌরসভা এলাকায় রাস্তার দু’পাশে ইট, বালি ও খোয়া রাখায় জনগণের যে অসুবিধার সৃষ্টি হচ্ছে বিষয়টি প্রশাসনের নজরে আছে। অবিলম্বে পদক্ষেপ নেয়া হবে। লিগ্যাল এইডের ৪৬ টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর ফলে আদালতের ওপর চাপ কমবে। ইজিবাইক চলাচল করতে হলে নিয়ম মেনে চলতে হবে। সড়কে কোনরকম হাঙ্গামা করা যাবে না। বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে যে সকল নাশকতার মামলা আদালতে চলমান আছে তা প্রত্যাহারের তালিকা চলে এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে সভা করে সিদ্ধান্ত নেয়া হবে।

জেলার পুলিশ সুপার গোলাম মওলা বলেন, রাস্তার ওপর হাট বসার কারণে, অনেক সময় যানচলাচল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চুয়াডাঙ্গার পশুর হাটের ওপর সারাদেশের চাপ আছে। পশু হাটে রাস্তার পাশে বাশ বেধে দিয়ে একটি ব্যারিকেড তৈরী করতে হবে। হাটের ইজারাদারদের সাথে কথা বলে ঠিক করা হবে। ওদের স্বেচ্ছাসেবক থাকে।  কিশোর গ্যাংয়ের দৌঁরাত্ম বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশের একার পক্ষে সম্ভব নয়। ডিউটি অবস্থায় পুলিশের পোষাকের বিষয়টি  দেখা হবে। প্রতিটি থানায় একটি কম্পিউটার দিয়ে একজন মহিলা পুলিশকে বসানো হয়েছে এবং একটি মোটর সাইকেল দেয়া হয়েছে। কুইক রেসপন্স টীম কাজ করছে কিনা দেখবেন। ইজিবাইক নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। মোটরসাইকেলের জরিমানা বন্ধে অভিভাবকদের সচেতন হতে হবে। মাদক ধরতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। মাদক বিক্রেতাদের ধরার জন্য কাজ করছে পুলিশ।

               জেলা জামায়াতের আমীর এ্যাড. রুহুল আমিন বলেন, ১৫ বছরে রাজনৈতিক দীর্ঘ মামলা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় মামলা প্রত্যাহার হলেও চুয়াডাঙ্গা জেলায় সেটা হয়নি। বিষয়টি দেখার অনুরোধ করছি। ফ্যাসিষ্ট সরকারের সময় প্রচলিত একটি কথা ছিলো জঙ্গি। সেই জঙ্গি কথাটি এখনো কনটিনিউ করব কিনা বা এই জায়গায় থামা যায় কিনা ভেবে দেখা দরকার। তিনি আরো বলেন, সড়কে শৃংখলা ফেরাতে টিএনএজদের বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধে ট্রাফিক পুলিশকে কঠোর ভূমিকা নিতে হবে। এছাড়াও সদর হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করতে হবে। সেটা এ্যানেসথেশিয়া ভাড়া করে হলেও অপারেশন চালু করতে হবে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, ‘আমরা হাসপাতালের চিকিৎসক সংকট নিয়ে একাধিকবার পত্র লিখেছি। একাধিকবার উর্ধ্বতনদের সাথে কথা বলেছি। দ্রুত এ সমস্যা সমাধানের আশা করছি।’ এছাড়া, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান গরমের জন্য কয়েকটি পরামর্শ প্রদান করেন। বিশেষ করে তিনি অতিরিক্ত রোদে খোলা আকাশের নিচে না থাকা, পরিচ্ছন্ন থাকা এবং পর্যাপ্ত পানি পানের তাগিদ দেন।’

               সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম , সাইফুল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিল আরা,  এনএসআই ফিল্ড অফিসার জ্যোতি মল্লিক, জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী, জেলা কারাগারের  তত্ত্বাবধায়ক দেওয়ান মো. তরিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহজালাল খান , জামায়াতের জেলা আমীর এ্যাড. রুহুল আমিন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মইনুদ্দিন মুক্তা, গ্রাম আদালতের ডিস্ট্রিক ম্যানেজার মো. আছাদুজ্জামান, শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, আনসার ও ভিডিপির  সার্কেল অ্যাডজুট্যান্ট আবুল হাসানাত মো. লতিফুল আলম, ৬-বিজিবির জুনিয়র কর্মকর্তা মিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক এ্যাড. রফিকুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান সেলিম, মফিজুর রহমান জোয়ার্দ্দার,  মেহেরাবিন সানভিসহ কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *