স্টাফ রিপোর্টার
ডিপ্লোমা এন্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমনা করার দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সদর হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে তারা প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন গড়ে তোলে। তারা সরকারের কাছে তাদের দাবি মেনে নেওয়ার আহবান জানান।
বক্তরা বলেন, এইচএসসির পর ডিপ্লোমাকে স্নাতক সমমনা করতে হবে। আমরা বৈষম্য চাই না। মানববন্ধনে চুয়াডাঙ্গা নাসিং ইন্সটিটিউটের শতাধিক শিক্ষার্থীগণ অংশ নেয়।
উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সহ-সভাপতি আদুরি খাতুন প্রমুখ।