আলমডাঙ্গায় সবজির সাথে গাঁজার চাষ  ১৮ কেজি গাঁজা গাছ কেটে আনলো পুলিশ

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গার ডামোস গ্রামের মাঠের সবজির জমি থেকে ছোট-বড় নয়টি গাঁজা গাছ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ ওই মাঠ থেকে গাছগুলো কেটে থানায় নিয়ে আসে। গাঁজা গাছের ওজন ১ কেজি।

পুলিশ জানায়, আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ডামোস গ্রামের মঈজ উদ্দিনের ছেলে আসাদুল হক(৪৫) মাঠে তার আবাদ করা সবজির জমিতে (লাল শাক) গাঁজার চাষ করছিল। এমন সংবাদ পেয়ে থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স  নিয়ে ওই মাঠে গিয়ে দেখতে পান, গাঁজার গাছগুলো অনেক বড় হয়ে উঠেছে। ওই জমি থেকে গাছগুলো কেটে একটি পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে আসেন। তবে গাঁজা চাষি আসাদুল পুলিশের উপস্থিতির টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দা আকুল উদ্দিন বলেন, “আমাদের জমির পাশে আসাদুল সবজি চাষ করতেন, গাঁজার গাছ চাষ হচ্ছে সেটা আমরা জানতাম না।                আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, গাঁজা চাষি আসাদুল হক পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে। আসাদুলের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।  মামলা নং- ১৪।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *