স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পারাপারের সময় ৫২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিজিবি পৃথক ১০টি অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত বাংলাদেশী নারী-শিশু-পুরুষদের বাড়ি দেশেরে বিভিন্ন জেলায়। বিগত কিছু দিন থেকে এই সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ অবৈধভাবে বাংলাদেশ ও ভারতে যাতায়াতের করার সময় বিজিবির হাতে তারা আটক হয়। এছাড়াও গতকাল শুক্রবার আটককৃতদের মধ্য থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঝি পাড়া গ্রামের রাস্তার উপর হতে হাবিলদার আব্বাস আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। একই দিন বিকাল ৫টার দিকে জীবননগর বাসস্ট্যান্ডের পাশে হতে নায়েক মোঃ বিপুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ১ বাংলাদেশী নারী ধুরকে আটক করা হয়। গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৪৫-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠের মধ্যে হতে হাবিলদার কাজী আবেদ আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা কওে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে খোশালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের নায়েব সুবেদার মোঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী ৫ জন নাগরিককে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামে হাবিলদরি মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৮-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে হতে নায়েক মোঃ জালালউদ্দিন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশী নাগরিক ০৩ জনকে আটক করা হয়।
এদিকে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ পিলার-৫১/৭-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবুতলা গ্রামের কবরস্থানের সামনে হতে নায়েক মোঃ বেলাল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ২ জন নারী ধুরকে আটক করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে লড়াইঘাট বিওপি’র সীমান্ত পিলার-৬০/১৩৮-হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামকুড় গ্রামের কুদ্দুস পার্কের মধ্যে হতে নায়েক মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ১ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। একই দিন বিকাল সাড়ে ৫টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঝি পাড়া গ্রামে হাবিলদার বিল্লাল হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ৯জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এছাড়া সকাল ৯টার দিকে শ্যামকুড় বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মাঝি পাড়া গ্রামে মোঃ ইকবাল তালুকদার এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে মানবপাচারে সহায়তাকারী দালাল মোঃ জামাল হোসেন (৩২) মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে ভারতে পাচারকালে ১৫ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন দালালদের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আবার কখনো ভারত থেকে বাংলাদেশে যাতায়াত করে থাকে।