স্টাফ রিপোর্টার
সারা দেশের ন্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চুয়াডাঙ্গায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা বড় বাজার শহীদ হাসান চত্বরে এ কর্মসুচি পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব শাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ, হেফাজত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মওলানা আব্দুস সামাদ, জামায়াতের চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমীর মাহাবুব আশিক শফিক, জামায়াতের পৌর সেক্রেটারী মোস্তফা কামাল প্রমুখ। এ উপস্থিত ছাত্র জনতা নানা শ্লোগানে মুখরিত করে তোলে হাসান চত্বর। তারা ফাঁসি চাই ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই, ওয়ান-টু-ত্রি-ফোর আওয়ামী লীগ নো মোর , যুবলীগ নো মোর , ছাত্রলীগ নো মোর , আপস না সংগ্রাম- সংগ্রাম সংগ্রামসহ নানা শ্লোগান দেয়। পরে বক্তারা বলেন, ছাত্র জনতার যে সংগ্রামের বিনিময়ে আমরা ৫ আগষ্ট পেয়েছি। সেই সময় খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসর ও সহযোগীরা রয়ে গেছে। তারা বিভিন্নভাবে এদেশকে পিছনে নিয়ে যাওয়ার ষড়যত্র করছে। বক্তারা অন্তবর্তী সরকারকে স্মরন করিয়ে দিলে বলেন, শহীদদের রক্তের বিণিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন। সেই শহীদদের রক্তের বিচার করতে হবে। তাই আমরা চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধছাড়া আমরা ঘরে ফিরবো না।