দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলা শহরের প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে সচেতনতা মূলক অভিযান চালিয়েছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। এ উপলক্ষে গতকাল রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সচেতনতামূলক অভিযান চালানো হয় বাসস্ট্যান্ড এলাকায়।
এসময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো হুমায়ুন কবির, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো হযরত আলী, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান রতন প্রমুখ।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, দামুড়হুদা বাসস্ট্যান্ড চত্বরে যানজট দীর্ঘ দিনের সমস্যা। এ যানজট নিরসনে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনকল্পে ইজিবাইক চালক, পাখি ভ্যানচালক, লেগুনা চালক এবং বাস কাউন্টারের দায়িত্বরতদের সাথে কথা বলে সচেতন করা হয়েছে। তাদেরকে সুশৃঙ্খলভাবে পার্কিং এর জন্য বলা হয়েছে। এসময় ফুটপাত সংলগ্ন ফলের দোকান সরিয়ে নেওয়ার জন্য ফল দোকানীদেরকে বলা হয়। বাসস্ট্যান্ড বটতলার গোল চত্বর ফাঁকা রাখার নির্দেশনা দিয়ে ব্যানার টানানোর নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে। পরবর্তীতে নির্দেশনা উপেক্ষা করে যদি কেউ বাসস্ট্যান্ড চত্বরে যানজট সৃষ্টি করে জনদূর্ভোগ করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যানজট নিরসনে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় সচেতনতা মূলক অভিযান
