দর্শনায় দিনব্যাপী জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত


দর্শনা অফিস:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী চলমান দাওয়াতি পক্ষ উদযাপনের অংশ হিসেবে দর্শনায় সহযোগী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় পৌর জামায়াতের উদ্যোগে দর্শনা বাসস্ট্যান্ড জীবননগর কাউন্টার সংলগ্নস্থানে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনে আগ্রহী নতুন সদস্যদের জন্য ফরম পূরণ এবং ইসলামী বই বিতরণ করা হয়। এর আগে শনিবার সকাল ১০টায় দর্শনা রেলবাজার মুক্তমঞ্চে সহযোগী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর দর্শনা থানা শাখার সেক্রেটারি মো: মাহবুবুর রহমান টুকু, সহকারি সেক্রেটারি মো: জাহিদুল ইসলাম, দর্শনা পৌর শাখার আমীর ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, সেক্রেটারি শাহরিয়ার হোসেন দবির, পৌর সভাপতি আব্দুর রহমান, দর্শনা পেশাজীবি সভাপতি ছানোয়ার হোসেনসহ অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *