গাংনীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব লালুকে অব্যহতি


মেহেরপুর অফিস:
মেহেরপুরের গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি কেন্দ্র সচিব আশরাফুজ্জামান লালুকে অব্যহতি দেওয়া হয়েছে। চলমান এসএসসি পরীক্ষায় তিনি আর কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করতে পারবেন না।
আশরাফুজ্জামান লালু গাংনী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। চলতি এসএসসি পরীক্ষায় গাংনী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব ছিলেন তিনি। পরীক্ষা পরিচালনায় প্রশাসন এবং ট্যাগ অফিসারকে অসহযোগিতা করার অভিযোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন স্বাক্ষরিত প্রত্যহার আদেশ দেওয়া হয়। গতকাল রোববার এ আদেশের বলে আশরাফুজ্জামান লালুর স্থলে কেন্দ্র সচিব হিসেবে ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, পরীক্ষা পরিচালনা প্রশাসনের কাজে অসহযোগিতা এবং ট্যাগ অফিসার উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেনারী সার্জন আরিফুল ইসলামের সাথে পরীক্ষা কক্ষে অসৌজন্যমূলক আচরণ করেন প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। এর প্রেক্ষিতে ট্যাগ অফিসার গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগের বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করলে তাৎক্ষনিক এ সিদ্ধান্ত দেয় শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *