স্টাফ রিপোর্টার : মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২৭ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। একইসাথে উদ্ধার করা হয়েছে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৯০ পিচ যৌন উত্তেজন ট্যাবলেট। গত ২৪ ঘন্টায় বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জেলার ২৭ বাংলাদেশী নাগরিক ও মাদকদ্রব্য উদ্ধার করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নতুনপাড়া বিওপি’র মেইন পিলার-৬৫/৩-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের নায়েব সুবেদার মোঃ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সোমবার দুপুর আড়াইটার দিকে রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার- ৭১/৮ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মোঃ হাসান আলীর আম বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেন এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিক বিহীন অবস্থায় ৪৯০ পিচ ভারতীয় যৌন উত্তোজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে একই দিন বিকাল ৩টার দিকে সামন্তা বিওপির সীমান্ত মেইন পিলার-৫৯/৩-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনন্দ বাজার ব্রিজের উপর হতে নায়েক হুমায়ুন হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধপথে বাংলাদেশ হতে ভারতের প্রবেশের সময় ০৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। সন্ধ্যা ৬টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত মেইন পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ রফিকুল ইসলাম এর আম বাগানের সামনে হতে নায়েব সুবেদার মোঃ আবুল হাসান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় ভারতের প্রেবেশের সময় ০৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ১ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনীপুর বিওপির সীমান্ত মেইন পিলার-৬১/১৮-আর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানের সামনে হতে সুবেদার মোঃ শরাফত আলী এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। ভারতের প্রেবেশের সময় ০৩ জনকে আটক করা হয়। এদের ২ জন পুরুষ ও ১ জন নারী।
অপরদিকে একই দিন বিকাল ৫টার দিকে কুসুমপুর বিওপি’র সীমান্ত মেইন পিলার-৬১/১৬-আর হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলামের আম বাগানের মধ্যে হাবিলদার শিশির কুমার হালদার নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় ভারতে প্রবেশের চেষ্টার সময় আম বাগানে লুকিয়ে থাকা ১৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৫ জন নারী ও ৭ জন শিশু। এদের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানায়। এরা সবাই হিন্দু সম্প্রদায়ের। একই দিন রাত ৮টার দিকে কুসুমপুর বিওপির সীমান্ত মেইন পিলার-৬১/১৬-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ রফিকুল ইসলাম এর আম বাগানের সামনে হতে নায়েব সুবেদার মোঃ আবুল হাসান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে ২ বাংলাদেশী নাগরিক ভারতের প্রবেশের সময় আটক করা হয়। এদের ১ পুরুষ ও ১ নারী। রাত সাড়ে ৮টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত মেইন পিলার-৫২/২২-আর হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোদালিয়া নদীর তীর হতে সুবেদার মোঃ শরিফ মনিরুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা কওে ১ জন নারী বাংলাদেশীকে আটক করা হয়। আটকৃতদের মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।
