জীবননগর অফিস: জীবননগর শহরের টাইগার চত্বরের ট্রাফিক আইল্যান্ড নির্মাণ প্রকল্প বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিত। আইনী জটিলতায় আটকে গেলো শহরের দৃষ্টি নন্দন ট্রাফিক আইল্যান্ড নির্মাণ প্রকল্প। কবে মিলবে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন জানে না কেউ।
জীবননগর শহরের সব থেকে ব্যাস্ততম স্থান বাসস্ট্যান্ড। এটি সম্প্রতি টাইগার চত¦র নামে পরিচিতি লাভ করে। এখানে পৌরসভার পক্ষ থেকে একটি ট্রাফিক আইল্যান্ড নির্মাণ করা হয়েছিলো। সেখানে জেলা পরিষদের পক্ষ থেকে একটি টাইগরের ভাস্কর্য স্থাপন করা হয়। তারপর থেকে এটি টাইগার চত্বর নামে পরিচিতি পাই। বছর দুয়েক আগে ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয় আইল্যান্ডটি। পৌরসভা ক্ষতিগ্রস্থ আইল্যান্ডটি সরিয়ে ফেলে। পৌরবাসীর পক্ষ থেকে দাবি করা হয় একটি দৃষ্টি নন্দন আইল্যান্ড নির্মাণের। পৌরবাসীর দাবি পূরণের জন্য সাড়ে ৭ লক্ষ টাকা সম্ভাব্য নির্মাণ ব্যায় ধরে দৃষ্টি নন্দন ট্রাফিক আইল্যান্ড নির্মাণ প্রকল্প গ্রহন করে পৌরসভা। গত সোমবার ২৮ এপ্রিল প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমীন।
উপস্থিত ছিলেন জীবননগর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, পৌরসভার ভাপপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী আবুল কাসেমসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। উদ্বোধনের পরপরই বন্ধ হয়ে যায় আইল্যান্ড নির্মাণ কর্মকান্ড।
একটি সুত্রে জানা যায় সড়ক ও জনপথ বিভাগের অনুমোদন না থাকায় নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। জীবননগর পৌরসভার প্রকৌশল বিভাগ থেকে জানা যায় সড়ক ও জনপথ বিভাগের রাস্তায় ট্রাফিক আইল্যান্ড নির্মাণের অনুমতির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে আইল্যান্ড নির্মাণ কাজ শুরু করা হবে।
জীবননগর টাইগার চত্বরের ট্রাফিক আইল্যান্ড নির্মাণ অনিশ্চিত
