স্টাফ রিপোর্টার :
জেলার আলমডাঙ্গায় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১ টার দিকে আলমডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সুত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে আলমডাঙ্গা উপজেলায় পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার সামগ্রী তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ নিয়ম বর্হিভুত সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করায় শ্রী অমিত সাহার প্রতিষ্ঠান মেসার্স সুরেশ স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫১ অনুসারে ৫০ হাজার টাকা ও ৪৫ ধারা অনুসারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখে কারচুপি করায় শ্রী হারান অধিকারীর প্রতিষ্ঠান মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমান করা হয়। সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসাথে মেসার্স সুরেশ স্টোরকে আগামী এক মাসের মধ্যে সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মেসার্স সুরেশ স্টোরের বাজারে ৭টি গোডাউন রয়েছে। সবগুলো গোডাউনে মেয়াদ উত্তীর্ণ মাল ও ভালো মাল মিশিয়ে বিক্রয় করে আসছিলো। বাজারের ব্যবসায়ীদের অনুরোধে মেয়াদ উত্তীর্ণ মাল একটি গোডাউনে রেখে সেগুলো ধ্বংস করে দেবে । এই করনে তাকে এক মাসের সময় দেয়া হয়েছে। এ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে বাজারের ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য, খাদ্য সামগ্রী বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো: মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।