স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার ও বিচারে দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সাথে ফ্যাসিবাদের দোসর উচ্চ ও নিম্ন আদালতের দলবাজ ও দুর্ণীতিবাজ বিচারকদের অপসারণ দাবি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতিতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে আইনজীবী ফোরাম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যবৃন্দ একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোট মোড় এলাকা প্রদক্ষিণ করেন। পরে আইনজীবী সমিতি মিলনায়তনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েদ হোসেন আসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আহসান আলী , সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা ও আ স ম আব্দুর রউফসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, অবিলম্বে বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গেফতার করতে হবে এবং দুর্ণীতিবাজ বিচারকদের অপসারণ করতে হবে।